অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ (Anemia of chronic disease)

অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ (Anemia of chronic disease)



বর্ণনা

শরীরে বিভিন্ন ক্রনিক সমস্যা যেমনঃ ক্যান্সার, নির্দিষ্ট কিছু ইনফেকশন এবং অটোইমিউন অথবা ইনফ্লামেটরি (প্রদাহজনিত) ডিজিজ যেমনঃ রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এবং লুইপাসের কারণে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয়ে থাকে। রক্তে লোহিত রক্তকণিকা অথবা হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়ার ফলে অ্যানিমিয়া দেখা দেয়। হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় অক্সিজেন সরাবরাহ করে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ অল্পমাত্রায় বা সহনীয় হয়ে থাকে। এই রোগটি যখন সহনীয় পর্যায়ে থাকে তখন অ্যানিমিয়ার কারণে বিভিন্ন উপসর্গ বা লক্ষন যেমনঃ ক্লান্তি, ত্বকের ম্লানতা (বিবর্নতা) এবং মাথা ঘোরা সৃষ্টি হয় না। অন্তর্নিহিত প্রক্রিয়ার ফলে এই রোগ দেখা দিলে তা মারাত্মক আকার ধারন করে এবং চিকিৎসা মাধ্যমে সম্পূর্নভাবে নিরাময় করা যায় না।

কারণ

রক্তে লোহিত রক্তকণিকা অথবা হিমোগ্লোবিনের পরিমান কমে যাওয়ার ফলে অ্যানিমিয়া দেখা দেয় কিছু কিছু সমস্যার কারণে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ হয়ে থাকে।
  • অটোইমিউন ডিজঅর্ডার যেমন ক্রন ডিজিজ, সিসটেমিক লুইপাস অ্যারিথিমাটোসেস, রিউম্যাটয়েড আর্থ্রাইটিস এবং আলসারেটিভ কোলাইটিস
  • ক্যান্সার যেমনঃ লিম্ফোমা এবং হদ্গ্কিন ডিজিজ
  •  ক্রনিক কিডনী ডিজিজ
দীর্ঘদিনের ইনফেকশন (সংক্রমণ) যেমনঃ ব্যাকটেরিয়াল এনডোকার্ডাইটিস, অসটিওমায়েলাইটিস (হাড়ের সংক্রমণ), এইচ আই ভি/এ আই ডি এস, হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি

লক্ষণ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন: 

ঝুঁকিপূর্ণ বিষয়

যে সমস্ত সমস্যার কারণে এই রোগের ঝুঁকি বেড়ে যায় সেগুলো নিম্নে বর্ণনা করা হলো।
(ক) ক্রনিক ইনফেকশন যেমনঃ
  • অসটিওমায়েলাইটিস (এটি এক ধরনের হাড়ের ইনফেকশন)
  • ইনফেকটিভ এনডোকার্ডাইটিস (এটি হার্টের ভাল্বের ইনফেকশন)
  • ফুসফুসে ফোড়া               
(খ) ইমিউন ডিজঅর্ডার যেমনঃ
  • রিউম্যাটয়েড আর্থ্রাইটিস
  • নন ইনফেকটিভ এনটেরাইটিস (অন্ত্রের প্রদাহ) এবং কোলাইটিস
  • সিসটেমিক লুইপাস অ্যারিথিমাটোসেস
  • ভাসকুলাইটিস (রক্তনালীর প্রদাহ)
  • সার্কোডাইসিস
(গ) ক্যান্সার
(ঘ) ক্রনিক কিডনী ডিজিজ                  

যারা ঝুঁকির মধ্যে আছে

লিঙ্গঃ পুরুষদের মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ১ গুণ কম মহিলাদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে।
জাতিঃ শেতাঙ্গদের মধ্যে এই রোগ নির্ণয়ের গড়পড়তা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কৃষ্ণাঙ্গ, হিস্প্যানিক এবং অন্যান্য জাতির মধ্যে এই রোগ নির্ণয়ের সম্ভাবনা ১ গুণ কম।  

সাধারণ জিজ্ঞাসা


উত্তরঃ সাধারনত অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ ক্ষতিকর নয় তবে এটি মারাত্মক আকার ধারন করতে পারে। এটি সাধারনত নর্মোসিসিক হয়ে থাকে তবে এটি মাইক্রোসিসিকও হতে পারে। অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ এবং দৈনন্দিন খাদ্যে আয়রনের অভারের কারণে রোগীর অ্যানিমিয়া/রক্তসল্পতা মারাত্মক আকার ধারন করে।

হেলথ টিপস্‌

যদি আপনার কোনো ক্রনিক সমস্যা দেখা দেয় তাহলে প্রস্তাবিত নির্দেশনা মেনে চলুন এবং নিয়মিতভাবে চিকিৎসকের পরামর্শ নিন।    

Popular posts from this blog

Anxiety and panic attacks

Fever

Raynaud's disease