Cardiac arrest (কার্ডিয়াক অ্যারেস্ট )
কার্ডিয়াক অ্যারেস্ট (Cardiac arrest)
বর্ণনা
কারণ
লক্ষণ
চিকিৎসা
চিকিৎসকেরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত ঔষধগুলি গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন:
| adenosine | adrenaline |
| atropine sulphate | diltiazem hydrochloride |
| dopamine hydrochloride | magnesium sulphate |
| naloxone hydrochloride | sodium bicarbonate |
ঝুঁকিপূর্ণ বিষয়
যারা ঝুঁকির মধ্যে আছে
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ হৃৎপিণ্ড রক্ত পাম্প না করলে, সেই অবস্থাকে কার্ডিয়াক অ্যারেস্ট বলা হয়। হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ক্রিয়া ব্যাহত হলে তা প্যারালাইজড হয়ে পড়ে, ফলে রক্ত পাম্পের প্রক্রিয়ায় বিঘ্ন ঘটে। এছাড়া হৃদস্পন্দন অতি দ্রুত হয়ে গেলেও এই প্রক্রিয়া বিঘ্নিত হয় (ভেনট্রিকিউলার ট্যাকিকারডিয়া, ventricular tachycardia) হয়। অ্যাসিসটোল হল এমন এক ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট, যার কারণে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ক্রিয়া সম্পূর্ণরূপে থেমে যায়।