মায়োকার্ডাইটিস (Myocarditis)
মায়োকার্ডাইটিস (Myocarditis)
বর্ণনা
কারণ
লক্ষণ
ঝুঁকিপূর্ণ বিষয়
যারা ঝুঁকির মধ্যে আছে
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ মায়োকার্ডাইটিস তীব্র পর্যায় পৌঁছালে সেটা খুব দ্রুতও সেরে উঠতে পারে আবার এর থেকে মৃত্যুও হতে পারে। কখনো কখনো দীর্ঘদিন স্থায়ী হয় এবং এক পর্যায়ে রোগী সুস্থ হয়ে উঠে। তবে ক্রনিক দশায় পৌঁছালে সেটা স্থায়ী হয়ে যায় এবং কখনো সেরে উঠেনা।
উত্তরঃ হৃৎপিণ্ডের মাংসপেশীতে ভাইরাস জনিত ইনফেকশনের কারণে অ্যাকিউট মায়োকার্ডাইটিস হয়ে থাকে এবং এর ফলে শ্বাসকষ্ট দেখা দেয়। কয়েক সপ্তাহের মধ্যে এর থেকে সর্দি-জ্বরের মত লক্ষণ প্রকাশ পেতে থাকে। কখনো কখনো এমন জটিলতা সৃষ্টি হয় যার কারণে হৃদস্পন্দনে ব্যাঘাত দেখা দেয়। এই অবস্থা থেকে হঠাৎ করে রোগীর মৃত্যুও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে রোগ নির্ণয়ের পরে অ্যারিদমিয়া ঘটে থাকে, কিন্তু কখনো কখনো সময়ের আগেই জটিলতা সৃষ্টি হতে পারে