নিউমোনিয়া (Pneumonia)
নিউমোনিয়া (Pneumonia)
বর্ণনা
কারণ
লক্ষণ
চিকিৎসা
চিকিৎসকেরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত ঔষধগুলি গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন:
| amoxycillin | amoxycillin + clavulanic acid |
| azithromycin | aztreonam |
| benzyl penicillin | cefepime hydrochloride |
| cefotaxime | ceftazidime pentahydrate |
| ceftriaxone | cefuroxime |
| ciprofloxacin | clarithromycin |
| clindamycin hydrochloride | doxycycline |
| gentamicin | hydrocortisone sodium succinate |
| levofloxacin hemihydrate | linezolid |
| meropenem trihydrate | moxifloxacin |
| vancomycin hydrochloride |
চিকিৎসকেরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত টেস্টগুলি করার পরামর্শ দিয়ে থাকেন:
| আর্টেরিয়াল ব্লাড গ্যাসেস (এ-বি-জি-এস) (Arterial blood gases (ABGs)) |
| ইলেক্ট্রোলাইটস, সেরাম (Electrolytes, serum) |
| সি-বি-সি (কমপ্লিট ব্লাড কাউন্ট) (CBC, Complete Blood Count) |
| ব্লাড কালচার (Blood culture) |
| ব্রঙ্গোস্কপি এন্ড বায়োপসি অফ ব্রঙ্কাস (Bronchoscopy and biopsy of bronchus) |
| এক্স-রে, চেস্ট পি-এ ভিউ (X-ray, Chest P/A view) |
| স্পুটাম সি/এস (Sputum c/s) |
| কর্টিসোল (Cortisol) |
ঝুঁকিপূর্ণ বিষয়
যারা ঝুঁকির মধ্যে আছে
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ নিউমোনিয়ার কারণে বেশ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। নিউমোনিয়া সৃষ্টিকারী ইনফেকশন রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়তে পারে, যার কারণে সেপসিস (sepsis) দেখা দেয়। সেপসিস একটি মারাত্মক রোগ। এর কারণে রক্তাচাপ কমে যায় এবং শরীরের টিস্যুতে অক্সিজেন পৌঁছাতে পারে না। এছাড়া নিউমোনিয়ার কারণে ফুসফুসের টিস্যু এবং বুকে তরল জমা হয়, যাকে প্লিউরাল ইফিউশন (pleural effusion) বলে। যেসব জীবাণু নিউমোনিয়ার জন্য দায়ী সেগুলি প্লিউরাল ইফিউশনের তরলকেও সংক্রমিত করতে পারে, যাকে এমপায়েমা ( empyema) বলে। এছাড়া নিউমোনিয়ার কারণে ফুসফুস বা বায়ু চলাচলের পথে ফোড়া ( abscess) হওয়ার সম্ভাবন থাকে।