হাইপারএমেসিস গ্রেভিডেরাম (Hyperemesis gravidarum)
হাইপারএমেসিস গ্রেভিডেরাম (Hyperemesis gravidarum)
বর্ণনা
কারণ
লক্ষণ
ঝুঁকিপূর্ণ বিষয়
যারা ঝুঁকির মধ্যে আছে
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ গর্ভাবস্থায় যদি আপনার শরীরের ওজন কমে যায় এবং আপনি অসুস্থ হয়ে পরেন তাহলে আপনার শিশুর ক্ষতি হতে পারে। যদি আপনি পর্যাপ্ত পরিমানে তরল খাবার গ্রহন না করেন এবং ঘনঘন বমি করেন তাহলে আপনার মারাত্মক পানিশুন্যতা দেখা দিবে। যার ফলে আপনাকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন দেখা দিতে পারে। ‘মর্নিং সিকনেস’ অথবা বমি বমি ভাব এবং বমি হওয়ার কারণে আপনার খাওয়ার চাহিদা কমে যাবে। এর ফলে শরীরে পুষ্টির অভাব দেখা দিবে। এনভিপি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
উত্তরঃ অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে এনভিপি সমস্যাটি গর্ভাবস্থার ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যেই দেখা যায় এবং ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যেই এই সমস্যাটি দূর হয়ে যায়। তবে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে এটি দীর্ঘ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, ‘এনভিপি’ তে আক্রান্ত ১০ শতাংশ গর্ভবতী মহিলাদের মধ্যে সন্তান জন্মদানের ২২ সপ্তাহ পরেও এই সমস্যার উপসর্গ গুলো দেখা দেয়।
উত্তরঃ কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে এই সমস্যাটি সন্তান জন্মদানের পূর্ব পর্যন্ত স্থায়ী হয়। সেক্ষেত্রে সন্তান প্রসবের পূর্ব পর্যন্ত থেরাপি দেওয়া হয়। আপনার উপসর্গ গুলো চিকিৎসকের কাছে বর্ননা করুন।
