গলব্লাডার ক্যান্সার (Gallbladder cancer)
গলব্লাডার ক্যান্সার (Gallbladder cancer)
বর্ণনা
কারণ
লক্ষণ
ঝুঁকিপূর্ণ বিষয়
যারা ঝুঁকির মধ্যে আছে
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ এই ক্যান্সার প্রাথমিক অবস্থায় নির্ণয় করা কিছুটা কঠিন। গলব্লাডার বা পিত্তথলি দেহের ভিতরের দিকে অবস্থিত তাই রুটিন চেক-আপের মাধ্যমে টিউমারের উপস্থিতি নির্ণীত হয় না। কোন ধরনের ব্লাড টেস্ট বা স্ক্রিনিং টেস্টের (কোন ধরনের লক্ষণ দেখা ছাড়াই ক্যান্সার নিশ্চিতকরণ পরীক্ষা) মাধ্যমেও এই রোগ প্রাথমিক অবস্থায় নির্ণয় করা সম্ভব না। এ কারণে এই ক্যান্সার দেহের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ার পরই নির্ণয় করা যায়। তবে, কিছু কিছু ক্ষেত্রে এই ক্যান্সার ছড়িয়ে পড়ার আগেই ধরা পড়ে যদি, পিত্তথলির পাথরের কারণে গলব্লাডার অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া হয়। তখন ল্যাবে পরীক্ষার মাধ্যমে গলব্লাডারে ক্যান্সারের উপস্থিতি পাওয়া যায়।