এন্ডোকার্ডাইটিস (Endocarditis)
এন্ডোকার্ডাইটিস (Endocarditis)
বর্ণনা
কারণ
লক্ষণ
ঝুঁকিপূর্ণ বিষয়
যারা ঝুঁকির মধ্যে আছে
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ এই রোগের চিকিৎসা মূলত অ্যান্টিবায়োটিক দ্বারা করা হয়। কিন্তু এই রোগ মারাত্নক পর্যায়ে গেলে আক্রান্ত ভাল্ভ অপারেশনের মাধ্যমে ফেলে দেওয়া হয়। এন্ডোকার্ডাইটিস এর কয়েকটি প্রকারভেদ রয়েছে, তার মধ্যে সাব-অ্যাকিউট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস মাসখানেক স্থায়ী হয়। কিন্তু এই রোগ থেকে সম্পূর্ণভাবে আরোগ্যলাভ করা সম্ভব। এই রোগের চিকিৎসা ব্যাকটেরিয়া, ড্রাগ ও ব্যক্তির শারীরিক অবস্থার উপর নির্ভর করে।