হাইপারকেলেমিয়া (Hyperkalemia)
হাইপারকেলেমিয়া (Hyperkalemia)
বর্ণনা
কারণ
লক্ষণ
ঝুঁকিপূর্ণ বিষয়
যারা ঝুঁকির মধ্যে আছে
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ হাইপারকেলেমিয়া যে কোনো ব্যক্তির হতে পারে। তবে কিছু কিছু ব্যক্তির এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিডনী ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তি, নবজাতক, বৃদ্ধ, হসপিটালে চিকিৎসাধীন রোগী এবং যে সকল ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করেন তাদের শরীরে পটাসিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার ফলে এই সকল ব্যক্তিদের হাইপারকেলেমিয়া হওয়ার ঝুঁকি বেশি থাকে।
উত্তরঃ নির্দিষ্ট কিছু ক্যান্সার যেমনঃ লিউকোমিয়া, লিম্ফোমাতে আক্রান্ত রোগীকে কেমোথেরাপি দেওয়ার ফলে হাইপারকেলেমিয়া হতে পারে। নির্দিষ্ট কিছু কেমোথেরাপি কিডনীকে আক্রমণ করে এই রোগ সৃষ্টি করে। কিন্তু এই থেরাপি দেওয়ার কারণে রোগী সবসময় হাইপারকেলেমিয়ায় আক্রান্ত হয় না।