কনভারশন ডিজঅর্ডার (Conversion disorder)
কনভারশন ডিজঅর্ডার (Conversion disorder) বর্ণনা কনভার্শন ডিসঅর্ডার ফাংশনাল নিউরোলজিকাল সিম্পটম ডিসঅর্ডার নামেও পরিচিত। এই রোগের কারণে মানসিক চাপের প্রভাবে বিভিন্ন শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই রোগ শুরুতে কোন অনুভূতি সংক্রান্ত বা মানসিক আঘাত বিষয়ক হয়ে থাকে এবং পরবর্তীতে তা শারীরিক সমস্যায় রূপান্তরিত হয় বলে এর নামকরণ এভাবে করা হয়েছে। যেমন- কনভার্সন ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তির পা কোন উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে শারীরিক ভাবে আহত না হয়েও অবশ হয়ে যেতে পারে। এই রোগের ক্ষেত্রে কোন শারীরিক লক্ষণ এবং উপসর্গ প্রকাশ পায়না এবং তা নিয়ন্ত্রণের বাইরে কাজ করে। লক্ষণ এবং উপসর্গগুলো চলাফেরা অথবা ইন্দ্রিয় ক্ষমতা যেমন- হাঁটাচলা, খাবার গলধঃকরণ, দেখা অথবা কোন কিছু শোনার উপর বিরূপ প্রভাব বিস্তার করে। কনভার্সন ডিসঅর্ডারের লক্ষণ এর তীব্রতার উপর নির্ভর করে এবং এই রোগ দীর্ঘদিন স্থায়ী অথবা পুনরায় ফিরে আসতে পারে। কিশোর এবং প্রাপ্তবয়স্কদের তুলনায় তরুণরা তাড়াতাড়ি সেরে উঠে। বিশেষজ্ঞদের মতে, সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে দ্রুত সুস্থ হওয়া সম্ভব। কারণ কোন মানসিক চাপ, মানসিক আঘাত ...