মাস্কুলার ডিসট্রফি (Muscular dystrophy)

মাস্কুলার ডিসট্রফি (Muscular dystrophy)


বর্ণনা

মাস্কুলার ডিস্ট্রফি এমন এক ধরনের ডিজিজ যার কারণে ব্যক্তি অতি দ্রুত দূর্বল হয়ে পড়ে এবং মাংস পেশীর পুরুত্ব হ্রাস পেতে থাকে। এই রোগে আক্রান্ত হলে অস্বাভাবিক জিন (মিউটেশন) সুস্থ মাংসপেশী গঠন করতে সাহায্যকারী প্রোটিন উৎপাদনে বাধা সৃষ্টি করে।
এই রোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে। এদের মধ্যে যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে সেটার লক্ষণ শৈশবকাল থেকেই ধরা পড়ে, প্রাথমিকভাবে ছেলেদের এ রোগ বেশি হয়ে থাকে। অন্যান্য শ্রেণীর মাস্কুলার ডিস্ট্রফির ক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কোনো লক্ষণ প্রকাশ পায়না।
এ রোগে আক্রান্তদের কেউ কেউ হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলেন। আবার কারও কারও শ্বাস-প্রশ্বাস অথবা খাবার গিলতে সমস্যা দেখা দেয়।
মাস্কুলার ডিস্ট্রফির কোন প্রতিকার নেই। কিন্তু ঔষধ এবং থেরাপীর সাহায্যে লক্ষণ নিয়ন্ত্রণ এবং রোগের ক্রমোন্নতি কমিয়ে আনা সম্ভব।

কারণ

কিছু নির্দিষ্ট জিন পেশী তন্তু রক্ষাকারী প্রোটিন উৎপাদনে সাহায্য করে। এর কোনো একটি জিনে ত্রুটি দেখা দিলে মাস্কুলার ডিস্ট্রফি হয়ে থাকে।
এক এক ধরনের মাস্কুলার ডিস্ট্রফি এক এক ধরনের জিনের অস্বাভাবিক বৃদ্ধির কারণে সংঘটিত হয়। এই মিউটেশনগুলো বেশির ভাগই বংশগত সূত্রে পাওয়া। কিন্তু কিছু কিছু মাতৃগর্ভে ডিম বা ভ্রূণ গঠিত হওয়ার সময় স্বতঃস্ফূর্তভাবে হতে পারে এবং পরবর্তীতে গর্ভের শিশুকেও আক্রান্ত করতে পারে।

লক্ষণ

এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চিকিৎসকেরা নিম্নলিখিত লক্ষণগুলি চিহ্নিত করে থাকেন: 

ঝুঁকিপূর্ণ বিষয়

এই রোগ লিঙ্গ, বয়স এবং জাতিভেদে যেকোনো মানুষেরই হতে পারে। ডুশেন (Duchenne)মাস্কুলার ডিস্ট্রফির একটি প্রচলিত ধরণ, যা সাধারণত অল্প বয়স্ক ছেলেদের মধ্যে বেশি দেখা যায়। যাদের পারিবারিক সূত্রে এ সমস্যা আছে তাদের এ রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

সাধারণ জিজ্ঞাসা


 
উত্তরঃ বিভিন্ন ধরণের মাস্কুলার ডিস্ট্রফিতে হার্ট মাসল এবং হার্ট ডিজিজেরমত জটিলতা সৃষ্টি হতে পারে। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফিতে এই সমস্যা প্রায়ই হয়ে থাকে এবং লিম্ব-গার্ডেল ডিস্ট্রফিতেও এটা দেখা দিতে পারে। এছাড়াও মায়োটনিক ডিস্ট্রফিতে এরকম সমস্যা লক্ষ্য করা যায়। 
 উত্তরঃ এটা কোন ধরনের মাস্কুলার ডিস্ট্রফি হয়েছে তার উপর নির্ভর করে। ডিস্টাল এবং মায়াটনিক ডিস্ট্রফি হলে তা হাতের মাংসপেশীকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি (DMD) প্রথমে পায়ের সর্ব বৃহৎ মাংসপেশী এবং পেল্ভিসকে আক্রান্ত করে এবং হাতের তুলনামূলক কম ক্ষতিকরে।
উত্তরঃ যারা মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত তাদের সংখ্যা যারা ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটিতে আক্রান্ত তাদের চেয়ে বেশি। তবে DMD তে আক্রান্ত কিছু সংখ্যক রোগীর কোন কিছু শেখার বিষয়ে এবং আচরণগত সমস্যা দেখা দিতে পারে। সাহায্য সহযোগীতার মাধ্যমে এই রোগীদের সুস্থ করে তোলা সম্ভব। মায়াটনিক ডিস্ট্রফি তীব্র পর্যায়ে পৌঁছালে কখনো কখনো ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটি দেখা দিতে পারে। 

হেলথ টিপস্‌

শ্বাসতন্ত্রে ইনফেকশন থাকলে মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত ব্যক্তিদের পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। সুতরাং সময়মত নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক টিকা নিতে হবে।
খাদ্যাভাসের পরিবর্তন করেও এ রোগ নিয়ন্ত্রণ করা যায়না। কিন্তু পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজনতা না হলে স্থূলতা, ডিহাইড্রেশন এবং কোষ্ঠ্যকাঠিন্যের মত সমস্যা দেখা দিতে পারে। উচ্চ আঁশ, উচ্চ প্রোটিন এবং কম ক্যালোরি যুক্ত খাবার খেলে এ অবস্থায় উপকার পাওয়া যেতে পারে।

Popular posts from this blog

Anxiety and panic attacks

Fever

Raynaud's disease