মাস্কুলার ডিসট্রফি (Muscular dystrophy)
মাস্কুলার ডিসট্রফি (Muscular dystrophy)
বর্ণনা
কারণ
লক্ষণ
ঝুঁকিপূর্ণ বিষয়
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ বিভিন্ন ধরণের মাস্কুলার ডিস্ট্রফিতে হার্ট মাসল এবং হার্ট ডিজিজেরমত জটিলতা সৃষ্টি হতে পারে। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফিতে এই সমস্যা প্রায়ই হয়ে থাকে এবং লিম্ব-গার্ডেল ডিস্ট্রফিতেও এটা দেখা দিতে পারে। এছাড়াও মায়োটনিক ডিস্ট্রফিতে এরকম সমস্যা লক্ষ্য করা যায়।
উত্তরঃ এটা কোন ধরনের মাস্কুলার ডিস্ট্রফি হয়েছে তার উপর নির্ভর করে। ডিস্টাল এবং মায়াটনিক ডিস্ট্রফি হলে তা হাতের মাংসপেশীকে ক্ষতিগ্রস্ত করে। এছাড়া ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি (DMD) প্রথমে পায়ের সর্ব বৃহৎ মাংসপেশী এবং পেল্ভিসকে আক্রান্ত করে এবং হাতের তুলনামূলক কম ক্ষতিকরে।
উত্তরঃ যারা মাস্কুলার ডিস্ট্রফিতে আক্রান্ত তাদের সংখ্যা যারা ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটিতে আক্রান্ত তাদের চেয়ে বেশি। তবে DMD তে আক্রান্ত কিছু সংখ্যক রোগীর কোন কিছু শেখার বিষয়ে এবং আচরণগত সমস্যা দেখা দিতে পারে। সাহায্য সহযোগীতার মাধ্যমে এই রোগীদের সুস্থ করে তোলা সম্ভব। মায়াটনিক ডিস্ট্রফি তীব্র পর্যায়ে পৌঁছালে কখনো কখনো ইন্টেলেকচুয়াল ডিসঅ্যাবিলিটি দেখা দিতে পারে।