পাকস্থলীর ক্যান্সার (Stomach cancer)
পাকস্থলীর ক্যান্সার (Stomach cancer)
বর্ণনা
কারণ
লক্ষণ
চিকিৎসা
চিকিৎসকেরা এই রোগে আক্রান্ত ব্যক্তিদের নিম্নলিখিত ঔষধগুলি গ্রহণ করার পরামর্শ দিয়ে থাকেন:
cisplatin | epirubicin hydrochloride |
trastuzumab | 5-Fluorouracil |
ঝুঁকিপূর্ণ বিষয়
যারা ঝুঁকির মধ্যে আছে
সাধারণ জিজ্ঞাসা
উত্তরঃ যে প্রক্রিয়ার সাহায্যে ক্যান্সার দেহে কতটুকু ছড়িয়ে পড়েছে বা বর্তমানে এটি কোন পর্যায়ে আছে তা নির্ণয় করা হয় তাকে স্টেজিং (Staging) বলে। ক্যান্সারের চিকিৎসা ও রোগীর আরোগ্য লাভের সম্ভাবনা ক্যান্সার কোন পর্যায়ে আছে তার উপর নির্ভর করে। ক্যান্সারের প্রাথমিক পর্যায়কে Stage 0 বলা হয়। এই পর্যায়ে ক্যান্সার পাকস্থলির প্রাচীরের কোষের অভ্যন্তরেই সীমাবদ্ধ থাকে। Stage 0 এর পর থেকে ক্যান্সারের পরবর্তী প্রত্যেকটি পর্যায়কে রোমান সংখ্যার সাহায্যে চিহ্নিত করা হয়। যেমন Stage I, Stage II, Stage III বা Stage IV। অর্থাৎ Stage IV ক্যান্সারের গুরুতর পর্যায় নির্দেশ করে, এই অবস্থায় ক্যান্সার শরীরের অধিকাংশ স্থানে ছড়িয়ে পড়ে।